Update
#

About Institute

“বিশ্বজুড়ে চলছে জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তি ও স্বপ্নচারীদের রাজত্ব” ইসলাম ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয় এবং শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক মূল্যবোধে উজ্জীবিত করার মাধ্যমে যোগ্য আলেম ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আপনার প্রিয় শহরে একটি আধুনিক ও ব্যতিক্রমধর্মী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে। সন্দেহ নেই, আমাদের সন্তানরা স্বপ্নের আকাশে ডানা মেলেছে সাফল্যের গৌরব গাঁথা রচনার নিমিত্তে। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের সিঁড়ি হিসেবে কাজ করতে আমরা এবার আরো বেশি ইতিবাচক, যুগোপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছি। আমরা বিশ্বাস করি সময়ানুবর্তিতা, পাহাড়সম দৃঢ় আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, ভালো করার দুর্নিবার আকাঙ্খা, সঠিক দিক নির্দেশনা এবং সর্বোপরি মহান আল্লাহর সাহায্য আমাদেরকে নিয়ে যেতে পারে সাফল্যের চুড়ায়। আকাশ ছোঁয়া সাফল্যে আমরা বিষ্ময়বোধ করি না, আত্মতৃপ্তির আতিশয্যে হারিয়ে যাই না বরং আমরা জাল বুনি নতুন স্বপ্নের, উন্মোচন করি নতুন সম্ভাবনার দ্বার। তাই আসুন ভবিষ্যৎ স্বপ্ন বিনির্মাণের এই মোহনায়........ আমরা প্রস্তুত, ইনশাআল্লাহ।

Organization statistics

171

Total Students

22

Total Teacher

0

Office Staff

9

Classroom

1

Buildings

Institute Management Committee

#

Khaled Mahmud

(Chairman)

#

Md. Yeakub

(Vice Chairman)

#

Hafez Md. Alim Ullah

(Vice Chairman)

#

Rashid Ahmed Shahin

(Secretary )

আমাদের মিশন-ভিশন

কুরআন-সুন্নাহ ও তথ্য-প্রযুক্তির জ্ঞান সম্পন্ন সৎ, যোগ্য ও সুনাগরিক হিসেবে আদর্শ সন্তান ও আল্লাহভীরু দা’য়ী ইলাল্লাহ গড়ে তোলা
#

আমাদের স্লোগান

গুনগত শিক্ষা, সুনাগরিক ও আল্লাহভীরু দা’য়ী ইলাল্লাহ তৈরী
#

News/Blogs

#
  • Post by:Admin
  • Date:09/01/2023

ভর্তি চলছে . . . ভর্তি চলছে . . .

See More
#
  • Post by:Admin
  • Date:01/15/2023

বই উৎসব -২০২৩

See More
#
  • Post by:Admin
  • Date:12/27/2022

একাডেমিক কাউন্সিল সভা

See More

Frequently Asked (FAQ)

আমরা সকলেই জানি যে অনেক প্রতিষ্ঠান তাদের প্রচুর নাম-যশ থাকা সত্ত্বেও নৈতিক শিক্ষা, দৃঢ় শৃঙ্খলা বা ভাল আচরণ শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। শিক্ষার মান নির্ভর করে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠত্বের প্রতি তার অঙ্গীকারের উপর। আমাদের কারিকুলাম সমন্বিত পদ্ধতির যা সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে কুরআনের হাফেজ ও দক্ষ আলেম তৈরির লক্ষ্যেই সাজানো।

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সৎ, যোগ্য ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বিজ্ঞান-প্রযুক্তি সম্বলিত বাংলা-অ্যারাবিক-ইংলিশ মিডিয়ামে মানসম্মত, আধুনিক ও ব্যতিক্রমধর্মী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ফেনী জেলা শহরের প্রাণকেন্দ্র আধুনিক সদর হাসপাতাল মোড়ে তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা প্রতিষ্ঠালাভ করেছে। ব্যক্তি ও সমাজ জীবনে শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি আধুনিক ও ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ, কারণ এটি- ১। শিক্ষার্থীদের এমন একটি পরিবেশ প্রদানকরে যেখানে তারা দ্বীনি ইলম শিখতে এবং চর্চা করতে পারে । ২। শিশুরা সংস্কৃতি এবং মূল্যবোধের শিক্ষার পাশাপাশি মানসিক স্থিতিশীলতার শিক্ষা পায় যা শিক্ষার সাধারণ ক্ষেত্রে (গণিত, বিজ্ঞান, ভাষাকলা, ইত্যাদি) তাদের শেখার সুবিধা ত্বরান্বিত করে। ৩। শিক্ষার্থীরা মুসলিম উম্মাহ সম্পর্কে একটি দৃঢ় অনুভূতি লাভ করে । ফলে শুধুমাত্র সমৃদ্ধ ইসলামী ঐতিহ্য সংরক্ষণ নয়, বরং মুসলিম উম্মাহর উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার মানসিকতা তৈরি হয়।

আমরা সকলেই জানি যে অনেক প্রতিষ্ঠান তাদের প্রচুর নাম-যশ থাকা সত্ত্বেও নৈতিক শিক্ষা, দৃঢ় শৃঙ্খলা বা ভাল আচরণ শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। শিক্ষার মান নির্ভর করে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠত্বের প্রতি তার অঙ্গীকারের উপর। আমাদের কারিকুলাম সমন্বিত পদ্ধতির যা সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে কুরআনের হাফেজ ও দক্ষ আলেম তৈরির লক্ষ্যেই সাজানো।

 দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ (লিখিত, মৌখিক ও প্রায়োগিক পরীক্ষার মাধ্যমে)।  গুরুত্বপূর্ণ পদসমূহে স্থায়ী জনবল নিয়োগ।  আধুনিক মূল্যায়ন পদ্ধতির ব্যবহার।  লেসন প্ল্যান নিশ্চিত করতে শিক্ষক ডায়েরি প্রবর্তন।  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর জন্য নিয়োগ বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।  সাবলীলতা, উপস্থাপনা ও দক্ষতা উন্নয়নে নিয়মিত ও ধারাবাহিক প্রশিক্ষণ ও পর্যবেক্ষণ।  অনলাইনে ভর্তির আবেদন, টিউশন ফি জমা ও ফলাফল তৈরিসহ সকল কার্যক্রম পরিচালনা।  এনসিটিবি প্রণীত শিক্ষাক্রম অনুসরণ ও সময়োপযোগী অতিরিক্ত বিষয়ে পাঠদান।  এ শিক্ষক বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় পাঠদান কলাকৌশল, ভাষার সাধারণ বিষয়ের শিক্ষকদের ইংরেজি ভাষায় দক্ষতা এবং ইসলামি শিক্ষা ও আরবি বিষয়ের শিক্ষকদের আরবি ভাষায় দক্ষতার বিষয়টি নিশ্চিত করা।

 বৃত্তি ও বোর্ড পরীক্ষার্থীদের সর্বোচ্চ ফলাফলের জন্য বিশেষ তত্ত্বাবধায়ন।  আদর-সোহাগ, মায়া-মমতা ও উৎসাহ প্রদানের মাধ্যমে পাঠদান।  প্রতিদিনের পড়া ক্লাসেই শিখিয়ে দেয়ার সর্বোচ্ছ ব্যবস্থা গ্রহণ।  নিয়মিত ক্লাস টেস্ট ও মডেল টেস্টের মাধ্যমে মূল্যায়ন।  পাঠদানের পূর্বে শিক্ষক কর্তৃক লেসন প্ল্যান তৈরী।  শিক্ষার্থীদেরকে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে পাঠদান।  সু-পরিকল্পিত ও আদর্শ পাঠদান পদ্ধতি।  অভিজ্ঞতালদ্ধ নিজস্ব প্রয়োগ।  শিক্ষকরা তাদের লেসনপ্লান তৈরি এবং তার বাস্তবায়নে আন্তরিক।  শিক্ষকরা বিজ্ঞান প্রযুক্তির উৎকৃষ্ট ব্যবহার করে পাঠদানকে আকর্ষণীয় করে তোলেন।  ভালো শৃঙ্খলা আছে।  ছাত্র/শিক্ষকের মধ্যকার সু-সম্পর্ক।  আধুনিক শিক্ষা উপকরণের যথোপযুক্ত ব্যবহার।  ছাত্র-শিক্ষকের আদর্শ অনুপাত অনুযায়ী ক্লাস কার্যক্রম পরিচালনা।

 মাদ্রাসা অফিস হতে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।  ভর্তি কমিটির দ্বারা উল্লিখিত বয়সের মানদণ্ড পূরণ করতে হবে।  আসনের প্রাপ্যতার উপর নির্ভর করে ভর্তি সম্পন্ন করা হবে।  মাদ্রাসা নির্ধারিত ফি সমূহ পরিশোধ করা।  নিম্নলিখিত নথি জমা দিতে হবে:  ২ কপি করে পাসপোর্ট সাইজ ছবি  প্রত্যয়নপত্র বা ছাড়পত্র  জন্ম নিবন্ধন  অভিভাবকের ২ কপি ছবি  অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি  স্থানীয় ১ জন অভিভাবকের ছবি  পূরণকৃত আবেদনপত্র/ভর্তি ফরম  Discount Form (প্রযোজ্য হলে)  Contract Form  ছাত্র/ছাত্রী তথ্য ফরম  অঙ্গীকারনামা

অত্যাধুনিক ও মনোরম পরিবেশ সম্বলিত মাতৃসূলভ নিরিবিলি আবাসন ব্যবস্থা রয়েছে। যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের সাথে ইসলামী অনুশাসন পালনের বিশেষ ব্যবস্থা রয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার পরিবেশন। আইপিএস সহ সার্বক্ষণিক বিদ্যুতের সু-ব্যবস্থা ও ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে কঠোর নিরাপত্তা ও নজরদারি এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী।

সহীহ কুরআন শিক্ষা বাধ্যতামূলক কারণ এটি ইসলামের মৌলিক ভিত্তি। কুরআন হল আল্লাহর বাণী, এবং এটি মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ। কুরআন শিক্ষার মাধ্যমে মুসলমানরা আল্লাহর সাথে তাদের সম্পর্ক গড়ে তুলতে পারে, ইসলামের শিক্ষার সাথে পরিচিত হতে পারে এবং তাদের জীবনকে আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিচালনা করতে পারে। এছাড়াও-  সঠিক উচ্চারণ: কুরআন পড়ার সঠিক উচ্চারণ জানা গুরুত্বপূর্ণ। এটি কুরআনের সঠিক অর্থ বুঝতে সাহায্য করে।  সঠিক অর্থ বুঝা: কুরআন পড়ার পাশাপাশি এর সঠিক অর্থ বুঝাও গুরুত্বপূর্ণ। এটি কুরআনের শিক্ষা থেকে উপকৃত হতে সাহায্য করে।  অনুশীলন: কুরআন শিক্ষার জন্য অনুশীলন অপরিহার্য। নিয়মিত কুরআন পড়া এবং বুঝার চেষ্টা করলে সহীহ কুরআন শিক্ষা করা আবশ্যক।

তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা জাতীয় শিক্ষাক্রম ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর আলোকে পরিচালিত একটি আধুনিক ও ব্যাতীক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসার পাঠ্যসূচীতে ভারসাম্যপূর্ণ শিক্ষা ধারা নিশ্চিত করা হয়েছে। এতে একদিকে যেমন আখিরাতে জবাবদিহিতার মানসিকতা সম্পন্ন একদল সৎ ও বিনয়ী মানুষ তৈরির নিমিত্তে কুরআন, হাদিস, আরবি, আকাইদ ও ফিকহ এর মত অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সমাহার তেমনি রয়েছে বৈষয়িক দক্ষতা অর্জনের জন্য বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, বিজ্ঞান ও আইসিটি এর মত বিভিন্ন বিষয়সমূহ।

 কুরআন ও হাদীস  আকাইদ ও ফিকহ  ভাষা ও যোগাযোগ  জীবন ও জীবিকা  বিজ্ঞান ও প্রযুক্তি  পরিবেশ ও জলবায়ু  মূল্যবোধ ও নৈতিকতা  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  গণিত ও মানসিক দক্ষতা

আমাদের সহায়ক পাঠ্যক্রম কার্যক্রমের লক্ষ্য হলো ব্যক্তিগত দক্ষতার পূর্ণ বিকাশ, আগ্রহ-উদ্দীপনা তৈরি এবং প্রতিভার বিকাশ। এক্ষেত্রে আমরা খেলাধুলা, বিজ্ঞান, জীবনদক্ষতা, পাবলিক স্পিকিং এবং সেই সাথে শিশুদের ইসলামী মূল্যবোধ আরো মজবুত করে এমন কার্যক্রমের উপর গুরুত্ব প্রদান করি।

হ্যাঁ। আমাদের নিজস্ব একাডেমিক পরিকল্পনার আলোকে আমরা আমাদের ছাত্র/ছাত্রীদের পাঠদান করে থাকি। এছাড়াও তাযকিয়াতুল উম্মাহ'র রয়েছে একদল দক্ষ ও অভিজ্ঞ বরেণ্য আলেমদের সমন্বয়ে একাডেমিক কাউন্সিল। যাদের তত্বাবধানে রয়েছে একদল দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, যারা শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নয়নে থাকেন সদা তৎপর।